
“আইজান মাহমুদ ইদ্রাক” এই বাবুটার নাম। ডাক্তার মেয়ের দ্বিতীয় সন্তান। শুরু থেকেই হাই রিস্ক প্রেগন্যান্সি ছিলো তার। সব ধরনের সতর্কতা নেয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত কোন জটিলতা হয়নি, আলহামদুলিল্লাহ। ফলোআপে আসার দিন খুব সুন্দর এই শাড়ীটি নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে💕। মেয়েটির আর বাবুটার জন্য দোয়া জানিয়ে ম্যাসেজ পাঠানোর উত্তরে এত সুন্দর একটি উত্তর লিখলো যে মনটাই ভরে গেলো। আলহামদুলিল্লাহ, এভাবে মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগোতে চাই।
পরম করুণাময় ডাক্তার মেয়েটিকে আর তার বাবুকে সুস্থ রাখুন, আমীন।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট