
১৪ বছর পর প্রেগন্যান্সি….আলহামদুলিল্লাহ।
শুরুর দিকে পর পর দুবার মিসক্যারেজ হবার পর গর্ভধারণ করতে পারছিলেন না এই দম্পতি। পরীক্ষা- নিরীক্ষার পর ঔষধ শুরু করা হলো, তিন মাসের মধ্যেই কনসিভ করলেন। অবশেষে আরো নয় মাস প্রেগন্যান্সির সময়টুকুতে ধৈর্য ধরে চিকিৎসার ফলস্বরূপ এই পুত্রসন্তান লাভ করেন এই দম্পতি। অনেক খুশি বাবা-মা, সাথে আমরাও।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট