
ফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই বাবুটির❤️, আলহামদুলিল্লাহ। বাবা- মাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ছয় বছর।
ব্রাক্ষণবাড়ীয়ার এক দম্পতি আমার কাছে চিকিৎসার জন্য আসেন গত বছর। স্ত্রীর পিসিওএস, থাইরয়েডের সমস্যা এবং হিমোগ্লোবিন -ঈ ট্রেইট ছিলো। TSH ছিলো 9.2, AMH ছিলো 8.3। ২০২২ সালে টিউব টেষ্টের রিপোর্ট ভালো ছিলো। এর আগে বেশ কয়েকজনের কাছে চিকিৎসা নিয়েছিলেন । হাজবেন্ডের রিপোর্ট ভালো ছিলো। চিকিৎসা শুরু করার তিন মাসের মধ্যেই কনসিভ করলেন। প্রেগন্যান্সির শেষের দিকে পানি কমে যাওয়াতে সিজারিয়ান ডেলিভারী করা হয়। মা ও শিশু দুজনকেই আল্লাহপাক সুস্থ রাখুন এই দোয়া রইলো। পরম করুণাময়ের কাছে জানাই অশেষ কৃতজ্ঞতা।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট