সফলতার গল্প ২৬

Happy moments💕…Alhamdulillah
বাবা-মা আমার নামের সাথে মিলিয়ে তাদের মেয়ের নাম রেখেছেন ‘নুসরাত জাহান’💕। খুব কিউট মাশাআল্লাহ। মায়ের মতে তার মেয়ে খুব শান্ত- শিষ্ট আর সুস্থ আছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্মলাভ এই পরীটির। বাবা- মায়ের কৃতজ্ঞতা প্রকাশ আর শেষই হচ্ছিল না। সাত মাসের কন্যাকে নিয়ে এসে দেখা করে গেলেন, সাথে নিয়ে এসেছিলেন সিরাজগন্জের দই আর মিষ্টি। আল্লাহপাক শিশুটিকে সুস্থ রাখুন এবং বাবা – মাকে আনন্দে রাখুন, এই প্রার্থনা করি। আমীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *