
বাবা মা কে দীর্ঘ ১২ বছর অপেক্ষা করিয়ে আজ উনি পৃথিবীতে আসলেন সোনার চামচ মুখে নিয়ে, আলহামদুলিল্লাহ। বাবা মা খালামনিরা এত খুশি যে, এই পুত্রসন্তানের জন্য তারা আগেই সোনার চামচ কিনে রেখেছিলেন। তাদের কথামতো সোনার চামচ হাতে নিয়ে বাবুটার সাথে ফটোসেশন আর বাবুটাকে আশীর্বাদ ও দোয়া করলাম ❤️। মা ও বাচ্চা দুজনকেই পরম করুণাময় সুস্থ রাখুন, এই দোয়া করি।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট