সফলতার গল্প ২০

বাবুটির বয়স এখন ছয় মাস, মাশাআল্লাহ খুবই কিউট 💕। দুদিন আগে বাবুটির ছবি পাঠিয়ে ওর মা আমাকে রিকোয়েস্ট করলেন তার বাবুটির ছবি যেনো আমি আমার পেজে সংরক্ষণ করি। ফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই বাবুটির, আলহামদুলিল্লাহ💕।
হাজবেন্ড বিদেশে থাকেন। দুই – তিন মাসের বেশি ছুটি পান না দেশে থাকার জন্য। মেয়েটির পিসিওএস , থাইরয়েড আর হাই প্রেসারের সমস্যা ছিলো। হাজবেন্ড দেশে আসার তিন-চার মাস আগে থেকেই আমার তত্বাবধানে ট্রীটমেন্ট চলছিলো। হাজবেন্ড আসার পর ফার্টিলিটি ট্টীটমেন্ট শুরু করি ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে। প্ল্যান ছিলো দুই মাস ইনডাকশনে প্রেগন্যান্সি না হলে তৃতীয় মাসে আই ইউ আই করা হবে। আই ইউ আই (IUI) আর করতে হয়নি, দ্বিতীয় মাসেই কনসিভ করলো মেয়েটি, আলহামদুলিল্লাহ। কনসিভ করার পর ব্রাক্ষনবাড়ীয়াতেই রেগুলার চেক আপ চললো, অবশেষে জানুয়ারীতে এই ফুটফুটে শিশুটির জন্ম হলো, মাশাআল্লাহ।
মা ও শিশুটির জন্য রইলো অনেক অনেক দোয়া। আল্লাহপাক সবসময় ওদেরকে সুস্থ রাখুন, আমীন।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *